ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৭ জুন) বিমানযোগে দিল্লিতে এসে পৌঁছেছে এই বিখ্যাত আম।
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সেই উপহার সাত নম্বর জনকল্যাণ মার্গে মোদির বাসভবনে পৌঁছে দিয়েছেন।
ইতোমধ্যে রংপুরের ওই আম ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবারের গ্রীষ্মে আমের ভরা মৌসুমে বাংলাদেশ যে আমগুলোকে বিদেশে রফতানির জন্য বেছে নিয়েছে তার অন্যতম রংপুরের হাঁড়িভাঙা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিয় ফল যে আম, সে কথাও সুবিদিত।

বছর তিনেক আগে ভারতে সাধারণ নির্বাচনের সময় এক সাক্ষাৎকারে বলিউড তারকা অক্ষয় কুমার প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, তিনি কি আম খোসা ছাড়িয়ে খান, নাকি গোটা আম চুষে খেতে পছন্দ করেন! সেই প্রশ্ন আর তার জবাব ভাইরাল হয়েছিল বেশ।
উল্লেখ্য, গত বছরও আমের মৌসুমে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিম বাংলা, ত্রিপুরা ও আসামের মুখ্য মন্ত্রীকে আম উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। ‘আম ও ইলিশের কূটনীতি’ সেই বন্ধনকে আরও আনন্দদায়ক করে তুলছে।
