রংপুরের বদরগঞ্জে মঙ্গলবার (১৫ই জুন) রাত ১২টা ০১ মিনিটে বদরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র আয়োজনে পূর্ব নির্ধারিত জনশুমারির প্রথম প্রহরে অর্থাৎ শুমারি ভাসমান ও ছিন্নমূল গণনা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।
এসময় বদরগঞ্জ উপজেলা পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাগণ, বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান, বদরগঞ্জ থানা ওসি তদন্ত নুর আলম সিদ্দিক ও পুলিশ সদস্যবৃন্দ, জনশুমারি ও গৃহগণনা ২০২২ কার্যক্রমের জোনাল অফিসার প্রভাষক, মমিনুল হক,আই টি সুপারভাইজার নবিউল ইসলাম, উপজেলা শুমারি সমন্বয়কারী মাহমুদ হাশিম হায়দারসহ স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন হওয়ার সাথে সাথে বদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজারে একযোগে শুরু হয়েছে শুমারি রেফারেন্স পয়েন্টের ভাসমান ও ছিন্নমূল গণনা কার্যক্রম। যা সকাল ৬টা অব্ধি চলমান থাকবে।
উল্লেখ্য, আজ ১৫ই জুন থেকে আগামী ২১শে জুন সপ্তাহব্যাপী চলবে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর আনুষ্ঠানিক কার্যক্রম। জনশুমারি উপলক্ষ্যে রংপুরের বদরগঞ্জ উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভায় সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারী নিয়োগ করে তাদের প্রশিক্ষণ প্রদান করেছে উপজেলা প্রশাসন।
