30.6 C
Rangpur City
Monday, September 26, 2022
Royalti ad

ভোর থেকেই কমলাপুরে ঘরমুখী মানুষের স্রোত

-- বিজ্ঞাপন --

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। আর ঈদের এই খুশি ভাগাভাগি করে নিতে গ্রামের বাড়ি ছুটছেন মানুষ। এর মধ্যে শুক্রবার (২৯ এপ্রিল) সপ্তাহের শেষ দিন ও ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় চাপ বেড়েছে কমলাপুর রেলস্টেশনে।

সরজমিনে দেখা যায়, এদিন ভোর থেকেই রেলস্টেশনে বাড়তে থাকে মানুষের চাপ। গেটে টিকিট চেক করে স্টেশনের ভেতরে ঢুকতে দিচ্ছেন নিরাপত্তা প্রহরীরা। আবার অনেকে নির্ধারিত সময়ের আগেই স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছেন।

-- বিজ্ঞাপন --

জয়পুরহাট যাবেন জাহিদুল ইসলাম ও তার ভাই। তাদের ট্রেন সকাল ১০টায় হলেও নারায়ণগঞ্জ থেকে ভোর ৬টায় কমলাপুর রেলস্টেশনে চলে এসেছেন।

জাহিদুল ইসলাম জানান, রাস্তায় যানজটের ভয়ে আগে থেকেই চলে এসেছি।

-- বিজ্ঞাপন --

এদিকে মুন্সিগঞ্জ সিমেন্ট কোম্পানিতে চাকরি করেন মাইন নামের এক ব্যক্তি। তিনি যাবেন বগুড়ায়। বলেন, আমাদের উত্তরবঙ্গে যেতে হলে ঢাকা ক্রস করতেই হয়। আর এখান থেকে যাত্রার একটা যুদ্ধ শুরু।

অপরদিকে জামালপুর যাবেন আহমেদ হান্নান ও তার ভাতিজা। ২৫ এপ্রিল অনেক চেষ্টার পর অনলাইনে টিকিট পেয়েছেন তিনি।

-- বিজ্ঞাপন --

হান্নান বলেন, ঢাকার কল্যাণপুরেই থাকি। ঢাকায় তো অনেক যানজট। তাই আগেই স্টেশনে চলে এসেছি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

এদিকে ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) মে দিবসের ছুটি। রমজান মাস ৩০ দিন ধরে ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি ধরেছে সরকার। সেই হিসেবে টানা ছয়দিনের ছুটি পড়ছে।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,629FollowersFollow
583SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles