নাটোর সদর উপজেলায় ইঁদুর মারতে বড় ভাইয়ের পাতা ফাঁদে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ছোট ভাই নজরুল ইসলাম (৫০) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলার আমহাটি কালিকাপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত নাম নজরুল ইসলাম ওই এলাকার মৃত বাদল মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির পাশের ধানের জমিতে ইঁদুরের উৎপাত থেকে রক্ষা পেতে ইলেকট্রিক ফাঁদ পাতে বড় ভাই আনোয়ার। সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে এসে ধানের জমির পাশে গেলে ওই ফাঁদে বিদ্যুৎপৃষ্ঠ হয় ছোট ভাই নজরুল। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিম আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
