ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বাংলাদেশের মানুষ কোন দল সমর্থন করছে তা খুব সহজেই তিনটি দলে ভাগ করা যায়। এক দল আর্জেন্টিনার সমর্থক, এক দল ব্রাজিলের সমর্থক আর তৃতীয় দল এই দুই দেশের একটিকেও সমর্থন করেন না।
ব্রাজিলের সমর্থকদের মধ্যে আর্জেন্টিনা-বিদ্বেষ আর আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে ব্রাজিল-বিদ্বেষ নতুন কিছু নয়। এই যেমন শেষ ষোলোয় আর্জেন্টিনার বিপক্ষে অস্ট্রেলিয়ার করা গোলটি উদ্যাপন করেছিলেন কিছু ব্রাজিল সমর্থক। যদিও তা শেষ পর্যন্ত স্থায়ীত্ব পায় নি। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিদায়ের পর অতি উৎসাহী আর্জেন্টিনা সমর্থকেরা ব্রাজিল ভক্তদের তুচ্ছ তাচ্ছিল্য করতে পিছপা হয়নি।
অনলাইন খবর ও ফেসবুকের পোস্টে ভাইরাল হয়েছে। বহু ব্রাজিল সমর্থকরা দুধ দিয়ে গোসল করে যোগ দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দলে।
আর্জেন্টিনা ফ্যানস ক্লাব, রংপুর এর অন্যতম সদস্য অনন্যা বলেন, আমার নিকটস্থ বন্ধুবান্ধব সকলে আর্জেন্টিনাকে সমর্থন করে। আমরা উৎসাহের সাথে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ উপভোগ করি। আর্জেন্টিনা তৃতীয় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে, আজকের ম্যাচে আমাদেরই জয় হবে।’
ব্রাজিল বিদায়ের পর আমার কিছু সংখ্যক ব্রাজিল সমর্থক বন্ধুবান্ধব, প্রতি ম্যাচেই আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে দল পাল্টিয়েছে। ভাবতেই হাসি পাচ্ছে, আজ তাদের শেষ ভরসা ফ্রান্স! কিন্তু আর্জেন্টিনা যে ফাইনাল জিতে তৃতীয় শিরোপা জয়লাভ করবে এতে আমার কোনো সন্দেহ নেই।
এদিকে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা জিতলে রংপুরের টাউন হলে গরু জবাইয়ের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের উপদেষ্টা তানভীর হোসেন আশরাফি।

আজ ১৮ ডিসেম্বর ফাইনালে জয় দেখার অধীর অপেক্ষায় আকাশী-সাদা সমর্থকরা। বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকরা সবাই এই অপেক্ষাতেই প্রহর গুণছেন।
