মেয়েদের কোপা আমেরিকায় রাতে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। একই প্রতিযোগিতায় ভোরে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে স্টেডিয়ামে মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত রাত ৩টায় মাঠে নামবে ব্রাজিলের মেয়েরা।
একই স্টেডিয়ামে বুধবার (১৩ জুলাই) ভোর ৬টায় পেরুর মোকাবেলায় মাঠে নামবে জয়ের সন্ধানে থাকা আর্জেন্টিনা।
এর আগে আসরের প্রথম ম্যাচেই গত রোববার (১০ জুলাই) একে অপরের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-ব্রাজিল। দারুণ দাপটের সঙ্গে সেই ম্যাচে আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। এবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে দুই দল।
আসরের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে বড় ব্যবধানে হারিয়ে বি গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। মেয়েদের কোপা আমেরিকায় ইতিহাসও ব্রাজিলের পক্ষে। এখন পর্যন্ত এই প্রতিযোগিতার আট আসরের মধ্যে সাতটির শিরোপাই উঠেছে সেলেসাওদের হাতে।

এদিকে প্রথম ম্যাচে হেরে বেশ বিপদেই পড়েছে আর্জেন্টিনা। গ্রুপের তলানিতে থেকেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে তারা। ২০০৬ সালে নিজেদের একমাত্র কোপা শিরোপা জয় করেছিলেন আর্জেন্টিনার মেয়েরা। সেই সুখস্মৃতি ফিরিয়ে আনতে এই ম্যাচ দিয়ে অবশ্যই জয়ের ধারায় ফিরতে হবে তাদের।
