26.6 C
Rangpur City
Thursday, March 23, 2023

‘বোরকা পরে হুইল চেয়ারে বিমানবন্দরে এসেছিলেন মাহিয়া মাহি’

-- বিজ্ঞাপন --

ধারণা করা হচ্ছে, গ্রেফতার হতে পারেন, এমন আশঙ্কা থেকেই তিনি এমন ছদ্মবেশ ধারণ করেছিলেন। তবে পুলিশের চোখকে ফাঁকি দিতে পারেননি মাহি। ইমিগ্রেশন শেষে অফিসাররা তাকে তুলে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ইমিগ্রেশন অফিসাররা জানান, বোরকা পরে এবং হুইল চেয়ারে করে বিমান থেকে নেমেছিলেন মাহি।

-- বিজ্ঞাপন --

সৌদি আরব থেকে বিজি ৩৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে তিনি ঢাকায় এসেছিলেন মাহি। শনিবার (১৮ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে মাহিকে বহন করা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ৪ নম্বর বোর্ডিং ব্রিজের ৬ নম্বর বেল্টে তার লাগেজ ছিল।

এর আগে, ফেসবুক লাইভে মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানায় মামলাটি করা হয়। মামলায় প্রধান আসামি রকিব সরকার এবং ২ নম্বর আসামি মাহিয়া মাহি।

-- বিজ্ঞাপন --

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিযোগ করেন, তার স্বামী গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রাকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুর করা হয়েছে। তবে স্থানীয় ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি দাবি করেছেন, জোরপূর্বক দখল করে তার ও মামুন সরকারের জমিতে ‘সনিরাজ কার প্যালেস’ নামে শোরুম গড়েছেন রাকিব সরকার। ওই জমিতে কাজ করতে গেলে রাকিব সরকারের লোকজনই হামলা চালায়।

সূত্রঃ-যমুনা টিভি

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,589FollowersFollow
918SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles