বেস্ট পেপার এওয়ার্ড পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ রোকনুজ্জামান রনি।
শুক্রবার (২৯ জুলাই) তারিখে বাংলাদেশের প্রকৌশলীদের একমাত্র পেশাজীবি সংগঠন ইন্সটিটিউট অভ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) কর্তৃক আয়োজিত আয়োজিত ৫ম অ্যানুয়াল পেপার মিট ও ২য় সিভিল ইঞ্জিনিয়ারিং কনগ্রেস অনুষ্ঠানে বেস্ট পেপার এওয়ার্ড প্রদান করা হয়।
এওয়ার্ড প্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ রোকনুজ্জামান রনি বলেন, “আমার এই এওয়ার্ড প্রাপ্তিটা খানিকটা অপ্রত্যাশিত ছিলো। কারন আমি যার সামনে দাঁড়িয়ে এটি উপস্থাপন করেছি এবং যিনি আমার এই পেপারটিকে মূল্যায়ন করেছেন তিনি এই বিষয়ে বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে একজন বিখ্যাত গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ তারেক উদ্দিন, আইইউটি। এই বিষয়ে তিনি বিগত ১৮ বছর ধরে কাজ করে যাচ্ছেন। তাঁর মতো একজন অভিজ্ঞ গবেষকের কাছ থেকে এরকম একটা স্বীকৃতি পাওয়া আমার মতো একজন নবীন রিসার্চারের জন্য অনেক বড় ব্যাপার।
এওয়ার্ডের পাশাপাশি উনার কাছ থেকে আমি যে দিকনির্দেশনা পেয়েছি সেটা আমার জন্য এওয়ার্ডের চেয়েও বড় প্রাপ্তি। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এই কাজে আমার সুপারভাইজার ড. এন এইচ এম কামরুজ্জামান সরকার স্যারের অবদান সবচেয়ে বেশি। কাজের প্রতিটি পর্যায়ে পরিকল্পনা ও তাঁর নিজের গবেষণা প্রকল্প থেকে ফান্ডিং-এর ব্যবস্থা করাসহ সবসময় দিক নির্দেশনা দিয়েছেন তিনি।

সেই সাথে আমাকে বেশ সাহায্য করেছে আমার বিভাগের ২০১৭ সেশনের শিক্ষার্থী মো. রকিবুল ইসলাম (রকি) এবং মো. জাহিদ হাসান মিঠু। তারা আমাকে দিনাজপুরের বিভিন্ন স্থানের ভাঙা বিল্ডিং, ব্রিজ এগুলো থেকে স্যাম্পল এনে দিয়েছে। আমি মাননীয় উপাচার্য ড. এম. কামরুজ্জামান স্যারকে কৃতজ্ঞতা জানাই, ভর্তি পরীক্ষার সময়টাতেও উক্ত প্রোগ্রামে যোগদানের জন্য অনুমতি ও ছুটি দেয়ার জন্য।”
