22.9 C
Rangpur City
Saturday, May 21, 2022
Royalti ad

বিয়ে খেতে ঢাকায় বলিউড-টালিউডের একাধিক তারকা

-- বিজ্ঞাপন --Royalti ad

জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শনিবার (১২ মার্চ) বিকেলে বাংলাদেশে এসেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী, আইটেম গার্ল সানি লিওন। ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এ তারকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্ট করা ছবিতে তিনি লিখেছেন, ‘সুন্দর এই দেশে এসে আমি অনেক খুশি।’

শুধু সানি লিওনই নয়, বলিউড ও টালিউডের এক ঝাঁক তারকা এখন অবস্থান করছেন ঢাকায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নাগরিস ফাকরি, নুসরাত, মিমি চক্রবর্তী, বাবা যাদব, কৈলাশ খেরসহ আরও অনেকে।

-- বিজ্ঞাপন --

জানা গেছে, বাংলাদেশের গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপসের মেয়ের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতেই তারা সকলে ঢাকায় এসেছেন। একদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতীয় তারকারা। আজ রোববার (১৩ মার্চ) আবার ভারতে ফিরে যাবেন তারা।

শনিবার দিবাগত রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় সেই বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানের একাধিক স্থিরচিত্র ও ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়লে সেখানে বাংলাদেশের শোবিজের একাধিক তারকাকেও দেখা গেছে। ভিডিওতে সানির সঙ্গে বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশী, প্রতিক হাসান, তাসনিম আনিকাসহ অনেককেই নাচতে দেখা গেছে।

-- বিজ্ঞাপন --

এদিকে সেলিম খান প্রযোজিত ‘সোলজার’ সিনেমার চিত্রায়নে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল সানি লিওনের। বাংলাদেশে কাজের অনুমতি চাওয়া হয়েছিল সংশ্লিষ্ট দফতরে। নিয়ম মেনে আবেদন করেছিল প্রযোজনা সংস্থা ‘চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেট’। ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার অনুমতি পেয়েছিলেন সানি লিওন। ২ মার্চ প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল।

পরে সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ৯ মার্চ জারি করা এক প্রজ্ঞাপনে তা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অনিবার্য কারণে অভিনেত্রী করণজিৎ কর ওয়েভারের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে।

-- বিজ্ঞাপন --Bicon Icon

ঠিক কী কারণে বাতিল করা হয়েছে সানি লিওনের অনুমতি, তা জানা যায়নি। তবে অনুমতির জন্য ব্যবহার করা হয়েছে সানি লিওনের প্রকৃত নাম করণজিৎ কর ওয়েভার। তার নাগরিকত্ব উল্লেখ করা হয়েছে আমেরিকা। দেওয়া হয়েছিল তার মার্কিন পাসপোর্ট নম্বর।

এর আগে ২০১৫ সালে বাংলাদেশে আসার কথা ছিল সানি লিওনের। সেবার ইসলামিক সংগঠনগুলোর বাধার মুখে অনুমতি দেওয়া হয়নি তাকে।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,666FollowersFollow
398SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles