22.2 C
Rangpur City
Sunday, May 22, 2022
Royalti ad

“বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচি, চাচাকে তালাক”

-- বিজ্ঞাপন --Royalti ad

বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে উঠেছে চাচি। বিয়েতে আইনি জটিলতা দুর করতে চাচাকে তালাকও দিয়েছেন চাচি। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া ইউনিয়েনের গোসাইবাড়ী কুমুল্লি গ্রামে বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে উঠেছে চাচি।

বুধবার (৩০ মার্চ) দুপুরে করটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. নেছার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

-- বিজ্ঞাপন --

এর আগে মঙ্গলবার (২৯ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনাটি দেখতে শত শত মানুষ ওই বাড়িতে ভিড় জমাচ্ছে।

জানা গেছে, প্রতিবেশী চাচির (২৬) সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন গোসাইবাড়ী কুমুল্লি গ্রামের মো. বেলায়েত হোসেনের ছেলে মো. সোহাগ (১৬)। গত এক বছর ধরে চলছে তাদের সম্পর্ক। এদিকে ভালবাসার টানে মঙ্গলবার (২৯ মার্চ) সকালে বিয়ের দাবিতে সোহাগের বাড়িতে অবস্থান করেন চাচি। এতে বিপাকে পড়ে উভয়ের পরিবার ও এলাকার মাতব্বররা।

-- বিজ্ঞাপন --

এরপরে সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য মো. নেছার উদ্দিনের উপস্থিতিতে সোহাগদের বাড়ির উঠানে সালিসি বৈঠক করেন মাতব্বর হেলাল মোল্লাহ, নজু মণ্ডলসহ শতাধিক জনতা। এ সময় বৈঠকে সকলের সামনে চাচি-ভাতিজা দুজনেই বিয়ের দাবি তুলেন। আইনি জটিলতা (মেয়ে বিবাহিতা-ছেলে নাবালক) থাকায় সালিসে সিদ্ধান্তে চাচিকে পূর্বের স্বামীকে তালাক দেয়।

এ বিষয়ে করটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. নেছার উদ্দিন জানান, পূর্বের স্বামীকে তালাকের ব্যবস্থা করে প্রেমিক সোহাগের বাড়িতে মেয়েটি রেখে দিয়েছি। বিয়ের বিষয়ে আইনি জটিলতা থাকায় তাদের বিয়ে দেওয়া সম্ভব হয়নি।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,666FollowersFollow
398SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles