বিয়েবাড়িতে যাওয়ার সময় বাস খাদে পড়ে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৫ জন। শনিবার (২৬ মার্চ) রাতে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের চিত্তোরে বিয়েবাড়িতে যাওয়ার সময় বাস খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।
রোববার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিরুপাতি পুলিশের শীর্ষ কর্মকর্তা বলেন, চালকের গাফিলতির কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তিরুপাতি থেকে ২৫ কিলোমিটার ধরে বাকরাপেটাতে যাত্রবাহী বাসটি পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ে যায়।
খবর পেয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শনিবার বাসটিতে উঠেন যাত্রীরা।

দুর্ঘটনার সময় বাসে ৫২ জন বরযাত্রী ছিলেন। পাত্রসহ ৪৫ জন বরযাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ১০জন শিশুও রয়েছে।
দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রূপি সহায়তার ঘোষণা দিয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী জগন মোহন।
