দিনাজপুরের বিরামপুরে মিছিলের প্রস্তুতিকালে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ জামায়াত শিবিরের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তিন দিন আগে লাঠি নিয়ে নাশকতা করার সময় শিবিরের দিনাজপুর দক্ষিণ জেলা সভাপতিসহ তিন নেতাকে আটক করা হয়েছিল।
আজ বৃহস্পতিবার (১৯ মে) সকাল সাড়ে ৭টার দিকে পৌরশহরের কলেজ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিদের মধ্যে তিন জন হাকিমপুর উপজেলার এবং তিন জন নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা হলেন– নবাবগঞ্জ উপজেলার খুদাইপুর এলাকার আব্দুল হালিমের ছেলে রাফি (১৯), ছোট মহেষপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে নাজিম উদ্দিন (১৯), তপণঘাট এলাকার নুরুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম (৩৫);কোকতাড়া গ্রামের দছির উদ্দিনের ছেলে হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম (৪১),খাট্টাউছনা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে আজাহার আলী (৬৬), একই এলাকার মৃত হেজাব উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫০)।

পুলিশ জানায়, সকালে বিরামপুর শহরের পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে জামায়াত শিবিরের বেশ কিছু নেতাকর্মী মিছিল করার জন্য জড়ো হতে থাকেন। একপর্যায়ে বিরামপুর সরকারি কলেজ বাজার এলাকায় তাদের ধাওয়া করে ৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যন আমিনুল ইসলাম রয়েছেন।
এর আগে গত ১৬ তারিখে সকালে লাঠি, বেনার, ফেস্টুন নিয়ে এলাকার পরিবেশকে অস্থিতিশীল করা এবং নাশকতার অভিযোগে করা মামলার শিবিরের দক্ষিণ জেলা সভাপতি ও জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করে বিরামপুর থানা পুলিশ।
এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার মহন্ত বলেন, জামায়াত ও শিবিরের বেশ কিছু নেতাকর্মী একত্র হয়ে নাশকতা করার পরিকল্পনা করে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এসময় অভিযান চালিয়ে জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
