বিএনপির সংসদ সদস্যদের (এমপি) পদত্যাগ করায় শূন্য হওয়া ছয় আসনে উপ-নির্বাচনের তফসিল হতে পারে আজ রবিবার (১৮ ডিসেম্বর)। এক্ষেত্রে ভোটগ্রহণ হতে পারে জানুয়ারির শেষের দিকে।Video Player is loading.PlayUnmute
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১১টায় কমিশন সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভাশেষে এসব আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে- (ক) একাদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২ শূন্য আসনের নির্বাচন এবং মহিলা আসন-৫০ এর শূন্য পদের উপ-নির্বাচন এবং (খ) বিবিধ।
বিএনপির ছয় আসন: আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪), জি এম সিরাজ (বগুড়া-৭), আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, রবিবার কমিশন সভা রয়েছে। সভায় শূন্য আসনের উপনির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে সিডিউল রয়েছে। সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।ঠিক কবে হতে পারে নির্বাচন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি ছুটি, পাবলিক পরীক্ষা এবং ধর্মীয় উৎসব আছে কি-না তা দেখেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।নির্বাচনে ভোটগ্রহণ হবে ইভিএমে এবং সিসি ক্যামেরার বিষয়ে সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।
সাংবাদিকেদর এক প্রশ্নের জবাবে জানান, শূন্য আসনের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা কাজ করবেন এ বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত হবে।গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির সাত এমপি পদত্যাগপত্র ই-মেইল যোগে স্পিকারের কাছে পাঠিয়েছেন বলে জানানো হয়। এর পরদিন রবিবার (১১ ডিসেম্বর) সশরীরে পদত্যাগপত্র নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করেন পাঁচজন এমপি। শারীরিক অসুস্থতা ও বিদেশে অবস্থান করায় বাকি দুইজন যেতে পারেননি। পরে সেখান থেকে ছয়জনের আবেদন গ্রহণ করে সংসদ সচিবালয়। এরপর সেদিনই ছয়টি আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।
