নওগাঁর বদলগাছীতে বাস-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় বাসচালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৩ মার্চ) রাত পৌনে ৮টার দিকে বদলগাছী-নজিপুর সড়কের পয়নারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা, ধামইরহাট থেকে যাত্রী নিয়ে একটি বাস নওগাঁ বালুডাঙ্গার দিকে আসছিল। বাসটি পয়নারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরটি উল্টে রাস্তার নিচের ক্যানেলে পড়ে যায়।
অন্যদিকে বাসটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যাত্রীর মৃত্যু হয়। এসময় বাসচালকসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে, তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক্টর উদ্ধারের চেষ্টা চলছে।
