গাজীপুরের ছয়দানা এলাকায় বাসচাপায় শ্রমিক নিহত হওয়ার গুজবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এ সময় একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে এবং বেশকিছু যানবাহন ভাঙচুর করা হয়।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে আলিফ ক্যাজুয়াল ওয়ার লিমিটেড কারখানার এক শ্রমিক নিহত হওয়ার গুজবে এ ঘটনা ঘটে। এ সময় সৌখিন পরিবহনের একটি বাসে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুরের খাবার খেয়ে শ্রমিকরা কারখানায় ফিরছিলেন। এসময় স্থানীয় আলিফ ক্যাজুয়াল লিমিটেড কারখানার ইলেকট্রিশিয়ান মনির হোসেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এদিকে বাসচাপায় শ্রমিক মনির হোসেন মারা গেছেন বলে ওই এলাকায় গুজব ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন করখানার পোশাকশ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে ইটপাটকেল নিক্ষেপসহ ভাঙচুর চালাতে থাকেন। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন এবং সৌখিন পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মালেক খসরু বলেন, বিক্ষুদ শ্রমিকদের বুঝিয়ে বিকেল ৫টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
