মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কালীগঙ্গা সেতুর ওপর বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। তাঁদের আরেক বন্ধু আহত হয়েছেন। এঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক সেলফী পরিবহনের দু’টি বাস ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।
মঙ্গলবার (১২ জুলাই)রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা কালীগঙ্গা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল মিয়া (২৫) ও তার বন্ধু মোটরসাইকেল ব্যবসায়ী অশিকুর রহমান (২৫)।
দুর্ঘটনায় আহত হন তাদের আরেক বন্ধু হাসিবুর রহমান। তাকে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের বাড়ি ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের রাথুরা গ্রামে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুদ্দিন আহমেদ বিপ্লব।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জ শহর থেকে এক মোটরসাইকেলে তিন বন্ধু বাড়ি ফিরছিলেন।তরা কালিগঙ্গা সেতুর ওপর পেছন থেকে সেলফী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান কলেজ ছাত্র জুয়েল ও তার বন্ধু আশিক। আহত হন আরেক বন্ধু হাসিবুর।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সেলফী পরিবহনটি আটক করে ভাংচুর করেন। পরে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দেয়।
এরপর রাত সাড়ে ১১ টার দিকে বানিয়াজুরী বাসস্ট্যান্ডে একটি সেলফী পরিবহনে আগুন ধরিয়ে দেয় জনতা। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুদ্দিন আহমেদ বিপ্লব জানান, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
