না ফেরার দেশে পাড়ি জমালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বাবা। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরার বাসায় মারা যান অপূর্ব বাবা মোহাম্মদ ওমর ফারুক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
অপূর্বর বাবা ওমর ফারুক সাবেক পুলিশ কর্মকতা ছিলেন। মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি।

তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেতা খায়রুল আলম টিপু।
এদিকে সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন অপূর্ব নিজেই।

সেখানে এই অভিনেতা লেখেন, ‘আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন ৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। ’
অপূর্বের বাবার মৃত্যুতে শোক জানাচ্ছেন অভিনয় জগতের অনেকে।
