26.6 C
Rangpur City
Monday, September 26, 2022
Royalti ad

বাঁচতে চায় হাবিপ্রবি’র শিক্ষার্থীর মুমূর্ষু মা

-- বিজ্ঞাপন --

পৃথিবীতে এখনও যার মা বেঁচে আছে সে নিঃসন্দেহে সৌভাগ্যবান। মায়েরাই আমাদের শেষ প্রশান্তির জায়গা। সেরকমি একজন মাকে বাঁচাতে আকুল আবেদন এক সন্তানের।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী জগবন্ধু চন্দ্র বর্মনের মায়ের ব্রেইন টিউমার,হাড়ের এবং হৃদপিণ্ডে সমস্যা দেখা দিয়েছে।

-- বিজ্ঞাপন --

জগবন্ধু চন্দ্র বর্মন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী। তার বাসা কুড়িগ্রাম জেলায়।
মেধাবী শিক্ষার্থী হওয়া সত্ত্বেও নানা প্রতিবন্ধকতার কারণে ১৬ তম ব্যাচ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তিনি ৪৪ তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।

তার মা পারুল রাণী (বয়স ৪০) কয়েক মাস যাবৎ প্রচণ্ড মাথা ব্যথা,ঘাড় ব্যথা এবং বুক ব্যথায় ভুগছিলো। স্থানীয় ডাক্তারদের কাছ থেকে ঔষধ গ্রহণ করার পরও যখন সুস্থ হচ্ছিলো না তখন তাকে গত ২০ জুলাই কুড়িগ্রামের সেন্ট্রাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে এবং ২৫ জুলাই আপডেট ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করানো হয়। প্রদত্ত রিপোর্ট অনুযায়ী তার মায়ের ব্রেইন টিউমার,হাড়ের সমস্যা (হাড়ে গোল কালো দাগ) এবং হৃদপিণ্ডে সমস্যা দেখা দেয়। মস্তিষ্কের প্রচন্ড পীড়ায় ঠিকমতো ঘুমাতে,খেতে এবং বিছানা থেকেও উঠতে পারছে না। ডাক্তার অপারেশন করার নির্দেশ দিয়েছেন। কিন্তু অপারেশন করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা তার অস্বচ্ছল পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত দুঃসাধ্য বিষয়।

-- বিজ্ঞাপন --

জগবন্ধু চন্দ্র বর্মন বলেন,” অত্যন্ত বেদনার্ত, শোকাবহ ও অশ্রুসিক্ত নয়নে এমন দুর্দিনে আমার আকুল, আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাকে কিছু আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। “

অনুদান পাঠানোর ঠিকানা: বিকাশ(পারসোনাল) : 01315-202834 (জগবন্ধু)

-- বিজ্ঞাপন --

সকলের সহযোগিতায় একজন সন্তান হয়তবা তার মাকে বাঁচাতে পারবে। পৃথিবীর সব মায়েরাই ভালো থাকুক,ভালো থাকুক তার সন্তানের জন্য হলেও।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,629FollowersFollow
583SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles