21.7 C
Rangpur City
Tuesday, November 29, 2022

বন্যার প্রভাবে কুড়িগ্রাম ও নীলফামারীতে ৫৬ হাজার একর জমির আউশে ক্ষতি : কৃষিমন্ত্রী

-- বিজ্ঞাপন --

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন বন্যার প্রভাবে কুড়িগ্রাম ও নীলফামারীতে ৫৬ হাজার একর জমির আউশ ধানের ক্ষতি হচ্ছে।

মঙ্গলবার (২১ জুন) সচিবালয়ে মালদ্বীপের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

-- বিজ্ঞাপন --

কৃষিমন্ত্রী বলেন, ‘আজ খবর পাচ্ছি কুড়িগ্রাম, নীলফামারী, এসব এলাকায় যে পানি আসছে, এতে ৫৬ হাজার একর জমির ক্ষতি হচ্ছে। অর্থাৎ আউশ ধান আক্রান্ত হয়েছে। পানি ক্রমেই সমতল ভূমিতে আসছে। আরও আসলে (পানি) আউশ ক্ষতিগ্রস্ত হবে’।

তিনি আরও বলেন, অস্বাভাবিক বৃষ্টির কারণে সিলেটে পানি এসেছে। সেখানে তেমন কোনো ফসল ছিল না। পতিত অনেক জমি ছিল। তবে সিলেটে ২২ হাজার হেক্টর জমির ক্ষতি হয়েছে। আর সুনামগঞ্জ, হবিগঞ্জ মিলে প্রায় ২৮ হাজার হেক্টর জমির আউশ ধান নষ্ট হয়েছে।

-- বিজ্ঞাপন --

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। আমরা বীজ রাখার প্রস্তুতি রেখেছি। একেবারে যদি নষ্ট হয়েই যায়, তাহলে লেস ফটো সেনসিটিভ জাত বিবেচনায় রেখে প্রস্তুতি নিচ্ছি।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,610FollowersFollow
752SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles