
রংপুরের বদরগঞ্জে গতকাল সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন, রংপুর -২(বদরগঞ্জ তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক।
উদ্বোধনীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ,পৌর মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল, এ কে এম আখতারুজ্জামান নির্বাহী প্রকৌশলী, প্রকৌশল অধিদপ্তর রংপুর, আবু সাঈদ মোঃ ওয়াহিদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরগঞ্জ রংপুর, মোঃ ফিন্দিউল হাসান চৌধুরী শান্ত, ইউপি চেয়ারম্যান, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ বদরগঞ্জ রংপুর।

এছাড়া উদ্বোধনীয় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বদরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক, ফারুক হোসেন বাবু, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রী ও অভিভাবগন।
বহুতল ভবনের উদ্বোধনীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক, হাসান তবিকুর চৌধুরী পলিন।
বিদ্যালয়ের বহুতলা ভবন উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
