রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে ইভটিজিং-এর অভিযোগে মঙ্গলবার বিকেলে দু’জনকে গ্রেপ্তার করেছে বদরগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, সাহেবগঞ্জ গ্রামের নুর ইসলামের ছেলে মোঃ ইব্রাহিম (২৪) এবং মজমুল হকের ছেলে মোঃ সুজন মিয়া (২০) কলেজ ছাত্রী ও স্কুল ছাত্রীকে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতো।

পুলিশ সূত্রে জানা যায়, সাহেবগঞ্জ এলাকার একটি বাড়িতে ওই দুই যুবক কাঠমিস্ত্রির কাজ করতো। ওই বাড়ির সামনে রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়া আসা করত ওই কলেজ ছাত্রী ও স্কুল ছাত্রীকে । ওই দুই যুবক প্রতিদিনেই কলেজ ছাত্রী ও স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করতো। পরে কলেজ ছাত্রী ও স্কুল ছাত্রী তাদের পরিবারের কাছে বিষয়টি জানায়। স্কুল ছাত্রী বাবা বদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করলে মঙ্গলবার বিকেলে ওই যুবককে আটক করে বদরগঞ্জ থানা পুলিশ।
এ ঘটনায় বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান দুইজনকে আটকের কথা স্বীকার করেছেন।
