১৯৭১ স্বাধীনতার মহান বিজয়। ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে, রংপুরের বদরগঞ্জ উপজেলা প্রশাসন ও পরিষদ যৌথভাবে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, সাঁঝ- সজ্জায় ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতি স্তম্ভে ফুলের শ্রদ্ধা ও জাতির জনক স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির গর্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ, বীরশ্রেষ্ঠ শহীদ মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা নারীদের বিদেহী আত্মার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবু সাঈদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, রংপুর ২ (বদরগঞ্জ তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক। বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট। পৌর মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল। উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা জাহানুর। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান। উপজেলা সরকারি কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা, আ’লীগ এবং অঙ্গসংগঠন এর নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবী সহ নানান শ্রেনী পেশার মানুষ উপস্হিত ছিলেন। পরে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।এর আগে ভোর সাড়ে ৬ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে নানা শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি স্মরণ করেন।
এদিকে দিবসটি উপলক্ষে বদরগঞ্জ উপজেলা আ’লীগ এর অঙ্গসংগঠন সমূহের উদ্যোগে উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রংপুর ২ বদরগঞ্জ ও তারাগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি ,জেলা পরিষদের সদস্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান, লোহানীপাড়া ইউপি চেয়ারম্যান ডলু শাহ, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ফিন্দুউল হাসান চৌধুরী শান্ত। অপর দিকে বিএনপির উদ্যােগে শহীদ মিনারেরপুস্পস্তবক অর্পন করে দলের নেতা কর্মীরা।
