রংপুরের বদরগঞ্জে পৌর শহরে টিকটক ভিডিও শেষে যমুনেশ্বরী নদীতে সাঁতারে পার হতে গিয়ে পানিতে ডুবে আরিফুল ইসলাম(১৮)এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) রাত ৮টায় তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন। এর আগে সন্ধ্যা ৬ টা ২০ মিনিটের দিকে পানিতে ডুবে নিখোঁজ হন আরিফুল।
নিহত নিহত আরিফুল পৌর শহরের সাহাপুর ডাঙ্গাপাড়ার এলাকার মোঃ আবেদ আলীর ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বদরগঞ্জ পৌর শহরের গরুহাটিতে গালামালের দোকান রয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের দোকান থেকে বেরিয়ে গিয়ে যমুনেশ্বরী নদীর মোস্তফাপুর ঘাটে টিকটক ভিডিও করে। টিকটক ভিডিও শেষ করে। ঘাটের পশ্চিম দিকে একটু দূরে নদীর উত্তর পাশ হতে পূর্ব পাশ্বে নদীর মধ্যে সাঁতার দিয়ে আসার সময় যমুনেশ্বরী নদীর পানিতে স্রোত থাকায় সে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে পানিতে ডুবে যায়।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে যমুনেশ্বরী নদীতে খোজা খুজি করে রাত ৮ ঘটিকায় আরিফুল কে পানির নিচেই খুঁজে পায়। তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন, নদীতে সাঁতার দিয়ে আসার সময় পানিতে স্রোত থাকায় সে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে পানিতে ডুবে গিয়ে আরিফুলের মৃত্যু হয়। পরিবার ও আত্মীয়স্বজনের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
