রংপুরের বদরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও চার্জার ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়ে মোটরসাইকেল আরোহী লেলিন মন্ডল(৩৮) নামে একজন গুরুতর আহত হয়েছেন।
আহত মোটরসাইকেল আরোহী লেলিন মন্ডল লোহানীপাড়া ইউনিয়ন মন্ডলের হাটের মৃত মোতাব্বের হোসেন দুলুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০.২৫ ঘটিকায় বদরগঞ্জ টু রংপুর রোডের মুন্সিপাড়া তেল পাম্পের সামনে একটি লোহার রড বোঝাই চার্জার ভ্যানের পিছনে লাগিয়ে দিলে মোটরসাইকেল চালক পাকা রাস্তায় পরে যায় এবং মাথায় আঘাত পায়। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, মোটরসাইকেল চালক নিজেই লোহার রড বোঝাই চার্জার ভ্যানের পিছনে লাগিয়ে দিয়ে রোডে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। আহত মোটরসাইকেল চালক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
