রংপুরের বদরগঞ্জে মাদ্রাসার ছাত্রী (১৩) অপহরণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী শাহাদাত হোসেনকে (২২) গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ জুন) রাত ১০ ঘটিকায় উপজেলার ওসমানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানার এসআই ওয়ালিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহরণ মামলার আসামী শাহাদাত হোসেনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য গত ৫ জুন (রবিবার) সকালে মাদ্রাসায় যাওয়ার পথ দিয়ে যাওয়ার সময় শাহাদাত হোসেন ও তার ৭/৮জন সহযোগীরা মোটরসাইকেলযোগে ছাত্রীর পথরোধ করে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় মাদ্রাসার ছাত্রীর বাবা বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণের মামলায় শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রংপুর জেলাতে প্রেরণ করা হয়েছে।
