রংপুরের বদরগঞ্জ বাজারে খোলা সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে ঔষধ বেশি দামে বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার (১৪ মে) দুপুরে বদরগঞ্জ বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ ও বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান সহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

আদালত সূত্রে জানা গেছে, বদরগঞ্জ থানা রোডের অনিকা ভেটেরিনারিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় ওষুধ ব্যবসায়ী হান্নান মন্ডলকে ১০ হাজার টাকা ও বদরগঞ্জ নতুন বাজারের গণেশ স্টোর মুদির দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে সয়াবিন তেল বেশি দামে বিক্রি করায় ১০ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ বলেন, কয়েকজন অসাধু ব্যবসায়ী সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল ও ওষুধ বিক্রি করছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় অনিকা ভেটেরিনারি ওষুধের দোকানে ১০ হাজার টাকা ও গণেশ স্টোর মুদিখানার দোকানে ১০ হাজার টাকা মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।
