রংপুরের বদরগঞ্জে এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসামত বসন্তপুর গ্রামে। কিশোরীর মা বাদী হয়ে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
সরেজমিন জানা গেছে, ঈদের দিন নানার বাড়িতে বেড়াতে যায় প্রতিবন্ধী কিশোরী। বৃহস্পতিবার ১৪ জুলাই সকাল ১০ ঘটিকায় বাড়িতে স্থানীয় দু তিনজন ছোট ছেলে মেয়েকে নিয়ে খেলছিল ওই কিশোরী। সেখান থেকে প্রতিবন্ধী কিশোরীকে প্রতিবেশী মোঃ মমদেল (৪৫) বাড়ির পাশে আম বাগানে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করতে থাকে। স্থানীয় শিশুগুলো তা দেখে দৌড়ে গিয়ে প্রতিবন্ধী কিশোরের নানীকে খবর দেয়। তার নানি এগিয়ে এলে ঘটনাস্থল থেকে মমদেল পালিয়ে যায়।
স্থানীয় লোকজন বিষয়টি নিয়ে মীমাংসার করার চেষ্টা চালায়। পরবর্তীতে গোপনে প্রতিবন্ধী কিশোরীর মা বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
এ ঘটনায় বদরগঞ্জ থানা (ওসি) হাবিবুর রহমান বলেন, ওই কিশোরের মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টায় অভিযোগে নারী ও শিশু নির্যাতনে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে ধরা তৎপরতা চলছে।
