রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পুনঃনির্বাচনের ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন হিরু রায়। এর আগে দামোদরপুর ইউপি নির্বাচনে ৬ নং ওয়ার্ডে জয়ী হয়েছিলেন মোস্তফা কামাল।
নির্বাচনে জয়ী হওয়ার কিছু দিন পরে হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে মারা যাওয়ায়। ওই ৬ নং ওয়ার্ড সদস্য পদ শূন্য থাকায় ওই ৬ নং ওয়ার্ডে পুনরায় ২৭ জুলাই বুধবার ভোট অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য পদে দাঁড়িয়েছেন ৪ জন প্রার্থী। ইউপি সদস্য প্রার্থীরা হলেন প্রত্যয় মোস্তফা কামাল এর স্ত্রী টিউবল প্রতীকে মোছাঃ ছায়মান বেগম, ভ্যান গাড়ি প্রতীকে ভূপেন চন্দ্র রায়, মোরগ প্রতীকে আবুল কাশেম ও তালা প্রতীক নিয়ে ভোটে দাঁড়িয়েছে হিরু রায়।সারাদিন সুষ্ঠুভাবে নির্বাচন শেষে ইউপি সদস্যেরা ভোট পেয়েছেন, হিরু রায় তালা প্রতীকে ৫৬৯টি ভোট, ভূপেন চন্দ্র রায় ভ্যান গাড়ি ভোট পেয়েছেন ৫১৬ টি, মোছাঃ ছায়মান বেগম টিউবল প্রতীকে ভোট পেয়েছেন ৫০১টি, আবুল কাশেম মোরগ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭০ টি। সর্বোচ্চ ভোট পেয়ে ইউপি সদস্য পদে জয়ী হয়েছেন হিরু রায়।
