শতভাগ ভ্যাকসিনেশনের লক্ষ্যে রংপুরের বদরগঞ্জে ধর্মীয় নেতাদের সঙ্গে দি হাঙ্গার প্রজেক্ট-এর কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ এর সহযোগিতায় ও দি হাঙ্গার প্রজেক্ট-এর আয়োজনে মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১টায় বদরগঞ্জ সরকারি কলেজ হলরুমে দিনব্যাপি ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বদরগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুবোধ কুমার কুন্ডু গোবিন্দ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক হাসান তবিকুর চৌধুরী পলিন। প্রধান আলোচক ছিলেন উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা.রেবা রায়।
সভায় সভাপতিত্ব করেন আশরাফগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান। কর্মশালায় মুসলিম, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধসহ সকল ধর্মের ৩০ জন বিভিন্ন ধর্মীয় নেতা অংশ গ্রহন করেন। এ সময় উপস্তিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-এর কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের জেলা সমন্বয়কারী অনুপম রায় প্রমুখ।
