বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগকে সু-সংগঠিত ও গতিশীল করার লক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ১৮ ডিসেম্বর বিকাল ৪ টায় বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ ছাত্রলীগ বদরগঞ্জ উপজেলা পৌর ও কলেজ শাখার আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা শাখার সভাপতি, এস এম সাব্বির আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর ২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, জাসেম বিন হোসেন জুম্মন। বাংলাদেশ আওয়ামী লীগ বদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি, শ্রী সুবোধ কুমার কুন্ডু। বাংলাদেশ আওয়ামী লীগ বদরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বদরগঞ্জ পৌর মেয়র, আহসানুল হক চৌধুরী টুটুল। বদরগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি, উত্তম কুমার সাহা। বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান, ফজলে রাব্বি সুইট। বদরগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাদশা লোহানী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, এ কে এম তানিম আহসান চপল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগ কর্মীরা অংশগ্রহণ করেন।
