বদরগঞ্জ পৌরশহরে রবিবার (৩ এপ্রিল) সকাল ১০ টায় যুগীপাড়া এলাকায় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালকসহ ৫ জন আহত হয়েছে। আহতদের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পার্বতীপুর থেকে রোগী নিয়ে যাওয়ার সময় হঠাৎ অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যায়। এতে করে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক গুরুতর আহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করে। অ্যাম্বুলেন্সে থাকা একজন তার বাড়ি পার্বতীপুর হুগলী পাড়া তাহার নাম মোঃ রফিকুল ইসলাম বয়স (৩০) বাকি চারজনের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি

দূর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি বদরগঞ্জ থানা পুলিশ নিয়ে গেছে বলে জানিয়েছে বদরগঞ্জ থানা। আহতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে বদরগঞ্জ ওসি (তদন্ত) নুর আলম সিদ্দিক ঘটনার সত্যত্যা নিশ্চিত করে জানান, আহতের চিকিৎসা চলছে। আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
