রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর এলাকা থেকে গরু সহ মোঃ শাহিন মিয়া (২৬) নামে এক গরু চোরকে আটক করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৭মে) রাতে উপজেলার দামোদরপুর ইউনিয়নের গোমস্তপাড়ার জগদীশ চন্দ্র সরকারের বসতবাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যায়। ভোররাতে গরুর গোয়াল ঘরে গরু না দেখে এলাকায় ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে চারিদিকে খুঁজতে শুরু করলে আমরুলবাড়ী এলাকাতে গরু সহ চোরকে আটক করে এলাকাবাসী।
স্থানীয় লোকজন বদরগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং গরু চোর কে থানায় নিয়ে আসে।
আটকৃত শাহিন মিয়া উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর তেলীপাড়ার মৃত আব্দুল রশিদ ছেলে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, শাহিন মিয়া ১টি গরু চুরি করার কথা স্বীকার করেছে। আটককৃত শাহিন মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে রংপুর জেলা হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
