বদরগঞ্জ উপজেলায় বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ধরে ওই পরিবারের প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল পাঁচটায় টার সময় উপজেলার কালুপাড়া ইউনিয়নের শংকরপুর বড়াইবাড়ি চন্দ্রপাড়া এলাকার দীনেশ চন্দ্র রায় বাড়িতে এ ঘটনা ঘটে।

দীনেশ চন্দ্র রায় জানান, বৃহস্পতিবার হাটবার, আমি ছোট্ট একটি ব্যবসা করি। আমি সারাদিন হাঁটে ছিলাম বিকেলে আমাকে ফোন দিয়ে জানানো হয়, বাড়িতে আগুন লেগেছে। আমি দোকান রেখে বাড়িতে গিয়ে দেখি, আগুন ধরে দুটি ঘর পুড়ে গেছে আরেকটি ঘর ভেঙ্গে ফেলা হয়েছে। তিনি বলেন, আমার চারটি গরু মধ্যে একটি গরু আগুনে পুড়ে মারা গেছে। অপর তিনটি গরুর শরীরে আগুন ধরে গুরুতর আহত হয়েছে। তাছাড়া তিনটি ছাগল হাঁস মুরগি আগুনে পুড়ে মারা গেছে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা এসে আগুন নিভিয়ে দেয়।
বদরগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ মীর আফজাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো বিদ্যুৎ শর্ট শার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। ওই বাড়ির টিনের ঘর দুইটি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক দুই লাখ টাকার মতো বলে জানতে পেরেছি।
