বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আনন্দ র্যালি ও সমাবেশ করেছে বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ নেতারা।

বৃহস্পতিবার বিকেল ৪টায় পৌর শহরের প্রধান সড়কে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে আনন্দ র্যালি বের হয়। র্যালিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। পরে জীতেন দত্ত মঞ্চে সমাবেশ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুবোধ কুমার কুন্ডু গোবিন্দ সভাপতিত্বে বক্তব্য রাখেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক চৌধুরী টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট। উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও লোহানীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ডলু শাহ। সাবেক পৌর মেয়র উত্তম কুমার সাহা। উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রেজাউল করিম পান্না। মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর আলম ভুট্টু সহ উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
