30.6 C
Rangpur City
Monday, September 26, 2022
Royalti ad

বদরগঞ্জে অষ্টকালীন লীলা কীর্তন ও মন্দির উদ্বোধনে সাংসদ ডিউক চৌধুরী

-- বিজ্ঞাপন --

রংপুরের বদরগঞ্জ পৌরশহরের থানাপাড়ায় গতকাল মঙ্গলবার রাত ৯ ঘটিকায় সর্বজনীন সনাতন সেবাশ্রম সংঘ হরিবাসরে বিশ্ব শান্তি কল্পে ও কলি যুগে জীবনের মুক্তি কামনায়। ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম নমযনুষ্ঠান ও রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন ও মন্দির উদ্বোধন করেন, রংপুর-২ (বদরগঞ্জ -তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান, মোঃ ফজলে রাব্বি সুইট। পৌর মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল ও সাধারণ সম্পাদক আওয়ামী লীগ বদরগঞ্জ উপজেলা শাখা। বদরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম। বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান। হাসান তবিকুর চৌধুরী পলিন আহবায়ক, আওয়ামী যুবলীগ বদরগঞ্জ উপজেলা শাখা। বাবু গোবিন্দ কুমার কুন্ডু, সভাপতি, বারোয়ারী কালী মন্দির। বাবু বিমলেন্দু সরকার, অধ্যাপক বদরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ। সারোয়ার জাহান মানিক সভাপতি বদরগঞ্জ ব্যবসায়ী সমিতি। মোঃ নুর আলম ভুট্টু ১০নং মধুপুর ইউপি চেয়ারম্যান। রেজাউল করিম পান্না ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

-- বিজ্ঞাপন --

মদননাল আগরওয়াল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। সুনীল চন্দ্র সরকার সহকারী অধ্যাপক, বকশীগঞ্জ ডিগ্রী কলেজ। গৌতম কুমার সাহা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। বাবু ধনঞ্জয় রায় মাস্টার সভাপতি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বদরগঞ্জ। আখতার হোসেন খান (পিওল) চেয়ারম্যান এ বি এল স্পেশালিস্ট কোল্ডষ্টোরেজ প্রাঃ লি বদরগঞ্জ। বাসুদেব দাস ব্যবস্থাপনা পরিচালক এ বি এল স্পেশালিস্ট কোল্ডষ্টোরেজ প্রাঃ লি বদরগঞ্জ। সাংসদ ডিউক চৌধুরীর ব্যক্তিগত সহকারি আবুল কালাম আজাদ প্রমুখ।

সর্বজনীন সনাতন সেবাশ্রম সংঘ হরিবাসরে ১৬ প্রহর অষ্টকালীন লীলা কীর্তনে মঙ্গল প্রদ্বীপ প্রজ্জলন করেন, অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, সাবেক সংসদ সদস্য, রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ ও উত্তম কুমার সাহা সাবেক মেয়র বদরগঞ্জ পৌরসভা।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,629FollowersFollow
583SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles