রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যাচেষ্টা করেছে মোছাঃ নূর জাহান (৪০) নামের এক গৃহবধূ।
বৃহস্পতিবার ২৬ শে জানুয়ারি রাত ৮ দিকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে ওই গৃহবধু। আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে বদরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে গৃহবধূকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করে।
মৃত গৃহবধূ মিঠাপুকুর উপজেলার ময়েনপুর মন্ডলপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ রবিউল ইসলামের স্ত্রী।
পুলিশ বলছেন, কেন ওই গৃহবধূ নাগেরহাট ব্রিজে থেকে লাফ দিয়ে আত্মত্যার চেষ্টা করেছেন জানা যায়নি। কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

পরিবার ও স্বজনরা বলেন, নুরজাহান ও তার স্বামী ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। গত বুধবার সকালে গার্মেন্টসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে গ্রামের বাড়িতে বাবার বাড়িতে চলে আসে। রাতে বাড়িতে ছিল। সকালে উঠে দেখে নুরজাহান বাড়িতে নেই। সারাদিন খোঁজাখুঁজির পর রাতে সোশ্যাল মিডিয়া (ফেসবুক) মাধ্যমে জানতে পায়। রাতেই হাসপাতালে আসেন। এসে জানতে পারে নুরজাহানের মৃত্যু হয়েছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন, নাগেরহাট ব্রিজ থেকে লাফ দিয়া আত্মহত্যা চেষ্টা করেছেন ওই গৃহবধূ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করে। মৃত গৃহবধূর মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে।
