ফিলিপাইনে মেগি ঝড়ের প্রভাবে বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও পূর্ব ও দক্ষিণ উপকূলে আটকে পড়া লোকজনকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় সময় রোববার ফিলিপাইনে আঘাত হানে ওই ঝড়টি। স্থানীয়ভাবে আগাটন নামে পরিচিত এই ঝড়ের

বিবিসি জানায়, মঙ্গলবারও (১২ এপ্রিল) উদ্ধারকর্মীরা দেশটির পূর্ব ও দক্ষিণ উপকূলে আটকে পড়া লোকদের উদ্ধারের জন্য লড়াই করছে। মেগি গত রোববার ফিলিপাইনে প্রতি ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে আঘাত হানে। ফিলিপাইনে চলতি বছরের প্রথম গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ছিল মেগি। ফিলিপাইন সাধারণত প্রতিবছর গড়ে ২০টি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় দেখে।
দেশটির পূর্ব ও দক্ষিণ উপকূলীয় অঞ্চলের বহু মানুষ এখনও পানিবন্দি রয়েছে। বিভিন্ন এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে।

যদিও ঝড়ের পূর্বাভাস পেয়ে পূর্বাঞ্চলের ১৩ হাজারের বেশি মানুষ নিরাপদ আশ্রয়স্থলে গিয়ে আশ্রয় নিয়েছেন।
ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লেইতে প্রদেশ। সেখান থেকে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা সংস্থা নিশ্চিত করেছে যে, দক্ষিণাঞ্চলে দাভাও শহরে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ডিসেম্বরে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে সুপার টাইফুন রাই আঘাত হানে। এতে কমপক্ষে ৩৭৫ জনের মৃত্যু হয় এবং ক্ষতিগ্রস্ত হয় ৫ লাখ মানুষ।
