20.2 C
Rangpur City
Thursday, December 1, 2022

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর বিতরণ নিয়ে বদরগঞ্জ ইউএনওর প্রেস ব্রিফিং

-- বিজ্ঞাপন --

মুজিববর্ষে বাংলাদেশ একজন মানুষও ভূমিহীন থাকবে না”মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে দুই শতাংশ খাস জমিতে বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবার পূর্ণবাসনের কার্যক্রমের অংশ হিসেবে আগামী ২১ জুলাই সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ২৬ হাজার ২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

সারাদেশের ন্যায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে নির্মিত ঘর উদ্বোধন ও উপকারভোগিদের মধ্যে হস্তান্তর বিষয়ে রংপুরের বদরগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা প্রশাসন।

-- বিজ্ঞাপন --

বদরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ব্রিফিং দেন।
এ প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, পৌর মেযর আহসানুল হক চৌধুরী টুটুল, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম ও উপজেলা সহকারী (ভূমি) তাশপিয়া তাসরিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাইদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার ২১ তারিখ ত য় পর্যায়ে ২য় ধাপে ২৬ হাজার ২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করবেন।এর মধ্যে রংপুরে ১৫ শ ৯৭ টি বদরগঞ্জ উপজেলায় ৫০ টি ঘর বিতরণ করা হবে।

-- বিজ্ঞাপন --

তিনি আরও বলেন, বদরগঞ্জ উপজেলায় শতভাগ ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের জন্য কাজ করছে উপজেলা প্রশাসন।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,609FollowersFollow
756SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles