রংপুরের পীরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে স্ত্রী ও দুই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন রশিদুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি। এতে বড় মেয়ে জিম আক্তার (১১) ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত স্ত্রী জেসমিন আক্তার (২৯) ও ছোট মেয়ে জুঁই আক্তারসহ (৭) রশিদুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুঠি ভেলুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরেস চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে স্ত্রী জেসমীন আক্তারের সঙ্গে দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলে আসছিল রশিদুল ইসলামের। রোববার সন্ধ্যায় তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও দুই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন রশিদুল। এতে বড় মেয়ে জিম ঘটনাস্থলেই মারা যায়। এ সময় গুরুতর আহত হয় স্ত্রী জেসমীন আক্তার ও ছোট মেয়ে। এরপর রশিদুল ইসলাম বিষপান করে নিজেই নিজের গলা ছুরি দিয়ে কেটে ফেলেন। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রশিদুল, স্ত্রী জেসমিন ও অপর মেয়েকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, জমি নিয়ে বিরোধের জেরে রশিদুল ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রশিদুল তার স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
