পদ্মা সেতুর রেলিং থেকে নাট খুলে টিকটক ভিডিও করায় গ্রেপ্তার বায়েজিদ তালহা মৃধার পটুয়াখালীর গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে বায়েজিদের নিজ বাড়ি পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামে এ হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী বায়েজিদের মেজ ভাবি হাদিসা বেগম জানান, ১০-১২টি মোটরবাইকযোগে ২০-২৫ জন সশস্ত্র যুবক বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা রামদা, দা, কুড়াল দিয়ে ঘরের সামনের ও পশ্চিম পাশের টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা ঘরে ঢুকে মালামাল তছনছ করে। সন্ত্রাসীদের হাতে দেশীয় অস্ত্র দেখে তিনি পাশের ঘরে গিয়ে আশ্রয় নেন।
এলাকাবাসীর ভাষ্য, ‘আমরা হঠাৎ করে টিন ভাঙচুর ও কোপানোর শব্দ শুনে দৌড়ে এসে দেখি ২০-২৫ বছর বয়সী অনেক পোলাপান ঘরের টিন ভাঙচুর করছে। তাদের অপরিচিত লাগছিল, তাদের আমরা চিনি না। কিছুক্ষণ ভাঙচুর করে আবার তারা মোটরসাইকেলে চলে যায়। ধারণা করা হচ্ছে, তারা পটুয়াখালী থেকে এসেছে আবার পটুয়াখালীতে চলে গেছে।’
এ ব্যাপারে জানতে চাইলে লাউকাঠি ইউনিয়নের ওয়ার্ডের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন মানিক বলেন, ‘আমি শুনছি এলাকা দিয়ে ফোন করে জানাইছে, বায়েজিদের বাড়িতে হামলা ও ভাঙচুর করছে। পুলিশ ও সাংবাদিকেরা গেছিল। কারা হামলা করছে, কেউ চিনতে পারেনি।’

পটুয়াখালী সদর থানার এসআই ছলিমুর রহমান বলেন, ‘ওসি সাহেবের নির্দেশে ঘটনাস্থলে এসে তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। দুর্বৃত্তরা ঘরের টিন কুপিয়েছে, কিছু মালামাল ভাঙচুর করেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলছি, বিস্তারিত পরে জানাতে পারব।’
উল্লেখ্য, পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামের নির্মাণশ্রমিক মো. আলাউদ্দিন মৃধা ও পিয়ারা বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে বায়েজিদ ছোট। বড় ছেলে সিপন মৃধা খুলনা কাস্টমস রেভিনিউ অফিসার ও মেজ ছেলে সোহাগ মৃধা পটুয়াখালী ফায়ার সার্ভিসে কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন। বায়েজিদ বর্তমানে একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত।
