18.8 C
Rangpur City
Thursday, December 8, 2022

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি

-- বিজ্ঞাপন --

মা-বোনের সঙ্গে ঢাকায় যাচ্ছিলেন এক প্রসূতি। পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজা সংলগ্ন পদ্মা দক্ষিণ থানার সামনের সড়কে তাদের নামিয়ে দেন ভ্যানচালক। বাসে ওঠার আগ মুহূর্তে টোল প্লাজা সংলগ্ন সড়কে পদ্মা সেতুর ১০০ গজ দূরে ফুটফুটে ছেলেসন্তান জন্ম দেন ওই নারী।

সোমবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে ওই নবজাতকের জন্ম হয় বলে জানিয়েছেন পদ্মা দক্ষিণ থানার তদন্ত ওসি মো. সুজন হক।

-- বিজ্ঞাপন --

ওই নারীর নাম হাসি আক্তার (২১)। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার সাড়ে বিশরশ্মি গ্রামের আলী হাসানের স্ত্রী। ওই দম্পতি বিজিবির সদস্য। বর্তমানে মা ও শিশু দুইজনই সুস্থ আছেন।

পদ্মা দক্ষিণ থানা ও পরিবার সূত্র জানায়, হাসি ও তার স্বামী বিজিবিতে চাকরি করেন। গত মাসে হাসি মাতৃকালীন ছুটিতে মাদারীপুরের গ্রামের বাড়িতে আসেন। কয়েকদিন ধরে অসুস্থ বোধ করলে পরিবার তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চিকিৎসক হাসিকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

-- বিজ্ঞাপন --

আজ দুপুরে ঢাকার পিলখানা বিজিবি হাসপাতালে নেওয়ার পথে পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজা সংলগ্ন পদ্মা সেতু দক্ষিণ থানার সামনের সড়কে নবজাতকের জন্ম দেন ওই প্রসূতি। পরে মা ও শিশুকে পদ্মা দক্ষিণ থানা পুলিশ বাড়ি পৌঁছে দেয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে হাসির পরিবারের সদস্য হাসিনা বেগম বলেন, শরীর খারাপ দেখে প্রথমে হাসিকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করি। পরে চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। আমরা ঢাকার উদ্দেশে রওয়ানা দিলে পদ্মা সেতুর টোল প্লাজার সামনের সড়কের পাশে হাসি ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দেন। বর্তমানে মা-ছেলে দুইজনই ভালো আছেন।

-- বিজ্ঞাপন --

পদ্মা দক্ষিণ থানার তদন্ত ওসি মো. সুজন হক বলেন, নবজাতক ও তার মা ভালো আছেন। বিষয়টি জানতে পেরে পুলিশের গাড়িতে করে আমরা তাদের বাড়িতে পৌঁছে দেই।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,607FollowersFollow
768SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles