নিরাপত্তা বিবেচনায় পদ্মা সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিন ভোর ৬টা থেকে বন্ধ রয়েছে মোটরসাইকেল চলাচল। আজ তৃতীয় দিনেও একই চিত্র বহাল রয়েছে। তবে পণ্য হিসেবে পিকআপ কিংবা ট্রাকে করে মোটরসাইকেল পরিবহন করা যাবে। কিন্তু মোটরসাইকেলের মালিক সাথে যেতে পারবেন না।
মঙ্গলবার (২৮ জুন) সকালে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় দায়িত্বরত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলীয় তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোটরসাইকেল যদি পণ্য হিসেবে পিকআপে করে ঢেকে নিয়ে যায় তাহলে যেতে পারবে। কিন্তু যাত্রী বা আরোহীসহ মোটরসাইকেল নিয়ে পিকআপ যেতে পারবে না। কারণ মোটরসাইকেল ও আরোহীরা একসঙ্গে পিকআপে গেলে তারা সেতুতে নামতে পারে। দেখা গেলো ৫-৬ জন মিলে মোটরসাইকেল নামিয়ে সেতুতে চালাবে। এই আশংকায় আমরা যাত্রী ও মোটরসাইকেল একসঙ্গে পার হতে দিচ্ছি না। মোটরসাইকেলের যাত্রীরা আলাদা যাবে পিকআপে শুধু মোটরসাইকেল পার হতে পারবে। সেভাবে যেতে দেওয়া হচ্ছে।
উদ্বোধনের দিনে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু এবং বাইকারদের বিশৃঙ্খল আচরণের কারণে গতকাল সোমবার ভোর থেকে সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয়া হয়। এমনকি পিকআপে করে মোটরসাইকেলও নিতে দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে বিপাকে পড়েন অনেকে। অনেকে পথ পাল্টে ফেরিতে পার হন প্রমত্তা পদ্মা।

নিয়ম মেনে সেতু পারাপারে উদ্বুদ্ধ করতে চলছে মাইকিং। সেই সাথে টহল জোরদার করেছে পুলিশ ও সেনাবাহিনী। জানা গেছে, গতকাল সাড়ে ১৫ হাজার যানবাহন পারাপার করেছে এ সেতু দিয়ে। এতে টোল আদায় হয়েছে প্রায় ২ কোটি টাকা।
