21.3 C
Rangpur City
Tuesday, December 6, 2022

পদ্মা সেতুতে চলন্ত গাড়ির দরজা খুলে নদীতে লাফ, নিখোঁজ গার্মেন্টসকর্মী

-- বিজ্ঞাপন --

চলন্ত গাড়ির দরজা খুলে পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ নিখোঁজ হয়েছেন নুরুজ্জামান (৩৮) নামের এক গার্মেন্টস কর্মী। নিখোঁজ নুরুজ্জামানের বাড়ি ময়মনসিংহের গৌড়িপুর থানায়। তিনি নারায়ণগঞ্জের কাঁচপুরের উর্মি গার্মেন্টস নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন বলে জানা গেছে। তাকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে পৌনে তিনটার দিকে সেতুর ঢাকামুখী লেন থেকে ঝাঁপ দেয় নুরুজ্জাম। এদিন সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তার খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার (১৬ আগস্ট) দ্বিতীয়দিনের মতো পদ্মায় উদ্ধার অভিযান চালাচ্ছে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মাওয়া নৌপুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে কী কারণে তিনি নদীতে ঝাঁপ দিয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

-- বিজ্ঞাপন --

নিখোঁজের সঙ্গে থাকা ব্যক্তিদের বরাতে মাওয়া নৌপুলিশের ইনচার্জ ওহিদুজ্জামান জানান, সোমবার (১৫ আগস্ট) সকালে তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গিয়েছিল বঙ্গবন্ধু সমাধিতে। পরে সেখান থেকে বেলা ১১টার দিকে ঢাকা অভিমুখে রওনা হয়। পদ্মা সেতুতে ঢাকাগামী লেনটিতে কাজ চলছে যে কারণে গাড়ি ধীরগতিতে ছিল। নুরুজ্জামান পেছনের সিটে ছিলেন। হঠাৎ গাড়ির দরজা খুলে তিনি নদীতে ঝাঁপ দেন। তবে সঠিক কী কারণে তিনি ঝাঁপ দিয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফাঁড়ির ডিউটি অফিসার অনিক জানান, নিখোঁজের সঙ্গে থাকা ব্যক্তি ফারুক জানিয়েছেন তারা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিতে গিয়েছিলেন। কী কারণে লাফ দিয়েছেন তার তদন্ত চলছে। সঠিক কারণটি এখনই বলা যাচ্ছে না। তার সঙ্গে কারো শত্রুতা ছিলো কিনা, কিংবা পারিবারিক কোনো কারণ অথবা কোনো বিষয়ে আক্ষেপ ছিল কিনা সেটা দেখা হচ্ছে। মোবাইল ফোন ট্র্যাকিং চলছে।

-- বিজ্ঞাপন --

নৌপুলিশের ইনচার্জ ওহিদুজ্জামান আরো জানান, খবর পাওয়ার পর গতকাল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়। তবে খোঁজ পাওয়া যায়নি। আজ সকাল থেকে আবারো অভিযান চলছে। নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে খোঁজ চালাচ্ছে। এছাড়া পদ্মা সেতু উত্তর থানা ও সেতুর নিরাপত্তায় থাকা সেনাবাহিনীর সদস্যরাও রয়েছে। তবে এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,607FollowersFollow
768SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles