পঞ্চগড়ের আটোয়ারীতে মোটরসাইকেলের ধাক্কায় জোসনা রানী (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) বিকেলে উপজেলার তোড়িয়া ইউনিয়নের তোড়িয়া-ফকিরগঞ্জ সড়কের নিতুপাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত জোসনা রানী ওই এলাকার অতুল চন্দ্র রায়ের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে জোসনা রাণী বাড়ি থেকে বের হয়ে তোড়িয়া-ফকিরগঞ্জ সড়ক পার হচ্ছিলেন। এসময় আটোয়ারী থেকে তোড়িয়া গামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সড়ক দূর্ঘটনায় এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। মোটরসাইকেলটি স্থানীয়দের সহায়তায় জব্দ করা হয়েছে।
ওসি আরও জানান, ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা কোন অভিযোগ দায়ের করলে আমরা আইন অনুয়ায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।
