পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্জাকুল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) সকালে উপজেলার চেংঠী হাজরা ডাংগা ইউনিয়নের দন্ডপাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজ্জাকুল ওই এলাকার মৃত গোসাইয়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধানের জমিতে পানি দেয়ার জন্য সেচ পাম্পের মটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
