পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রায়হান ইসলাম (১৭) ও মুন্না ইসলাম (১৬) নামে দুই কিশোর নিহত হয়েছে।
সোমবার (৭ মার্চ) রাতে চন্দনবাড়ি ইউনিয়নের বটতলী এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

রায়হান বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের সমলুর হাট চানপাড়া এলাকার মো. লাভলুর ছেলে। মুন্না ইসলাম একই এলাকার নয়ন ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বোদা বাজার থেকে ওই দুই কিশোর মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ওই দুই কিশোর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নব কুমার বর্মন মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ট্রাক্টরের চালক পলাতক।
