পঞ্চগড় সদরে ট্রাক্টরের চাপায় সাইদুল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার (২৬ জুন) সকালে সদর উপজেলা শহরের ট্রাক টার্মিনাল এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত সাইদুল পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাইদুল বোদা উপজেলা থেকে পঞ্চগড়ে আসার পথে ট্রাক টার্মিনাল এলাকায় পৌছালে একটি ট্রাক্টরের ধাক্কায় রাস্তায় পড়ে যায় মোটরসাইকেল আরোহী সাইদুল। এসময় ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই মারা যায় সে। ঘটনার পরেই ঘাতক ট্রাক্টরটিকে জব্দ করে পুুুলিশ।
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, ঘাতক ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে।
