পঞ্চগড় জেলা কারাগারের এক বন্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে দুদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোর ৫টার দিকে তিনি মারা যান বলে জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার খন্দকার মামুন জানান। কয়েদি সোলায়মান আলী (৫৫) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। জমি সংক্রান্ত একটি মামলায় তার এক মাসের সাজা হয়।
ভারপ্রাপ্ত জেলার খন্দকার মামুন বলেন, ১২ ডিসেম্বর সোলায়মানকে সাজা দেয় পঞ্চগড় সহকারী জজ আদালত। বিকালে তাকে জেলা কারাগারে আনা হয়। জেলগেইটে তিনি অসুস্থবোধ করেন। তখন কারাগারের চিকিৎসক দিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল। ভোরে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা তৌহিদুল ইসলাম ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন।
