মসজিদ এসি একেবারে বন্ধ নয়, নামাজের সময় চালু থাকবে। নামাজের আগে ও পরে এসি বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
সোমবার (১৮ জুলাই) সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকট কাটাতে ও বিদ্যুৎ সাশ্রয়ে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এক সপ্তাহ এলাকাভিত্তিক লোড শেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। একই সাথে রাত আটটার পর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। না মানলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, উপাসনালয়ে আমরা এসি ব্যবহার করছি প্রচুর পরিমাণে। এখানে কিছুটা সাশ্রয়ী হওয়া দরকার। নামাজের সময়টুকু কেবলমাত্র ব্যবহার করেন, বাকি সময়ে তারা যেন বন্ধ রাখেন, এদিকে খেয়াল রাখতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মসজিদ, মন্দির, গির্জা সব উপাসনালয়ে তারা যাতে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করেন। কারণ আমরা জানি, প্রচুর পরিমাণে এসি লাগানো হয়েছে। নামাজের সময় খুব মৃতব্যয়ী হয়ে যদি এ গরমের সময়ে এসি চালান এবং নামাজ শেষে এসিটা বন্ধ করতে হবে। আমার সাজেশন এটাই, আমরা এভাবেই চিন্তাভাবনা করছি।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অনেক জায়গায় দেখেছি, নামাজের সময়টুকু বাদ দিয়েও অনেকে এসি চালায়। এজন্য আমি অনুরোধ করবো, আপনারা নির্দিষ্ট সময়ে এসি ছাড়তে পারেন। যতটুকু পারেন, সাশ্রয় করুন, এটাই আমার অনুরোধ।
