কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও মিশুকসহ মোহাম্মদ রঞ্জু মিয়া (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৬ মার্চ) রাত সোয়া ১০টার দিকে উপজেলার রামখানা ইউনিয়নের ত্রিমোহনী ব্রিজের উপর থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত রঞ্জু মিয়া ভুরুঙ্গামারী উপজেলার পশ্চিম বেলদহ কুড়ারপাড় এলাকার ছফর উদ্দিন ছফদ্দীর ছেলে।
পুলিশ জানায়, যানবাহন চেকপোস্টে ডিউটি করাকালে এস,আই তাওহীদুর রহমান, এসআই সাইফুল ইসলাম ও এসআই রেজাউল করিম এর একটি ফোর্স রামখানা ইউনিয়নের কদমতলী হতে আন্ধারীঝাড় ত্রিমোহনী ব্রিজের উপর থেকে মোহাম্মদ রঞ্জু মিয়াকে ২ পোটলায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ সময় একটি মিশুক গাড়িও জব্দ করা হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, কুড়িগ্রাম পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে, মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও মিশুকসহ ১ জনকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
